তিমিরকান্তি পতি, বাঁকুড়া: নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ‘বিজেপি-কে একটি ভোটও নয়। #BENAGAL AGAINST FASCIST RSS BJP’ লেখা পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুরে।
শনিবার দুপুর থেকে হলুদ কাগজের উপর ছাপার হরফে লেখা ওই ধরণের বেশ কিছু পোস্টার শহরের বৈলাপাড়া-স্ট্যাচু মোড় এলাকায় দেখা যায়। কিন্তু কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। তবে বিজেপির তরফে শাসক তৃণমূলের ওপর এই ঘটনার দায় চাপানো হয়েছে। যদিও ঘাসফুল শিবির পুরো বিষয়টি অস্বীকার করেছে। সবমিলিয়ে ওই বিতর্কিত পোস্টার ঘিরে সরগরম মন্দির নগরীর রাজনীতি।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নীরজ কুমার বলেন, নকশাল আর কমিউনিস্টদের থিওরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহশিক্ষক প্রশান্ত কিশোরের টিম এখানে কাজে লাগাচ্ছে। ওই পোস্টারে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার করা হয়েছে। এই রাজ্যে সব চেয়ে বড় ফ্যাসিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ওনাকে দু’বার সুযোগ দিয়েছিলেন। একেবারে শেষ মুহূর্তে এসে উনি ছোট পোস্টার দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছেন।
তৃণমূল নেতা ও বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, পুরো বিষয়টি আদি এবং নব্য বিজেপির দ্বন্দের ফল। তৃণমূল এব্যাপারে উৎসাহিত নয়। আমাদের দল মানুষের সঙ্গে ও পাশে থাকে। ওই কাজে তাদের দলের কেউ যুক্ত নয় বলেই দাবি পুরপ্রশাসকের।