28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জেলার খবর মন্দারমণিতে হোটেলে পুলিশি অভিযান, গ্রেফতার ১১

মন্দারমণিতে হোটেলে পুলিশি অভিযান, গ্রেফতার ১১

মিলন পণ্ডা, মান্দারমণি: সৈকত নগরী মান্দারমণিতে মধুচক্র বন্ধ করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে তৎপর মান্দারমণি উপকূল থানার পুলিশ। মঙ্গলবার রাতভর মান্দারমণি উপকূল থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা অভিযান চালিয়ে হোটেলের মালিক, এজেন্ট ও হোটেলে কর্মী সহ ১১ জনকে গ্রেফতার করল। পাশাপাশি পাঁচ যুবতীকে উদ্ধার করে।

- Advertisement -

ফের পুলিশ আধিকারিকেরা নতুন করে মান্দারমণিতে আরও একটি হোটেলে হানা দেয়। দেহ ব্যবসা কাজে লিপ্ত পাঁচজন যুবতীকে উদ্ধার করে। তারপরেই হোটেলের ম্যানেজার, মালিক, কর্মী ও এজেন্ট আট জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হল রামনগর থানার ডাণ্ডা বেলবনি গ্রামের রতন শাসমল, কাঁথির ডাউকি অসীম তলা, চণ্ডিপুরে পবিত্র গুড়িয়া, প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় রঞ্জিত কুমার দাস, জুনপুটে চিরঞ্জিত সাহু, পটাশপুরের সৌরভ মান্না, এগরা জোড়থান গ্রামের মনিন্দ্র নাথ দাস ও রামনগরের রানীওরা গ্রামের চিন্তামণি পঞ্চাধ্যায়ী।

এদিকে গত কয়েকদিন আগে মান্দারমণিতে মধুচক্রের য়ুক্ত থাকার অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল কাঁথি দেশপ্রাণ ব্লকের চাট্রাভেড়ি গ্রামের তারক নাথ মাইতি, রামনগরের দানিয়া গ্রামের মিলন পঞ্চাধ্যায়ী ও শেখ শাহাজান। যদিও এরআগে পুলিশ হোটেল থেকে ১৩ জনকে গ্রেফতার ও ৬ জন যুবতীকে উদ্ধার করেছিল। তদন্তের কারণে কাঁথি আদালত থেকে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মান্দারমণি উপকূল থানার পুলিশ।

- Advertisement -

জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কয়েকজন যুবকের নামও। মঙ্গলবার সন্ধ্যায় তাদের খোঁজে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে তিন অভিযুক্তকে পাকড়াও করে। অভিযোগ, সৈকত নগরী মান্দারমণিতে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী রমরমিয়ে চালাচ্ছে দেহ ব্যবসা। মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে তরুণীদের নিয়েছে দেহ ব্যবসার কাজে লিপ্ত করছেন হোটেল মালিকেরা।

বিভিন্ন জেলা থেকে যুবতীদের আনার কাজে একাধিক এজেন্টও রয়েছে। মান্দারমণি বেড়াতে এলেই পর্যটকদের মোটা টাকার বিনিময় হোটেলের রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে তরুণীদের। শুধু তাই নয় পর্যটকদের মোবাইলে একাধিক তরুনীর ছবিও পাঠিয়ে দেওয়া হচ্ছে।

- Advertisement -

এমন অভিযোগ আসার পরও নড়েচড়ে বসে জেলা পুলিশের নির্দেশে মান্দারমনি উপকূল থানার পুলিশ। বুধবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়, উদ্ধার পাঁচ যুবতীর গোপন জবানবন্দি গ্রহন করেন বিচারক৷

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...