Tiljala Murder: শিশু মৃত্যুর রেশ, অগ্নিগর্ভ পরিস্থিতি তিলজলায়

আগুন নেভাতে আসা দমকলের গাড়ি লক্ষ্য করেও চলল ইটবৃষ্টি

0
56
tiljala child murder

কলকাতা : শিশু মৃত্যুর জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তিলজলায় (tiljala)। পুলিশের গাড়ি ভাঙচুর। আগুন ধরিয়ে দেওয়া হল গাড়িতে। পাশাপাশি ইটবৃষ্টি চলল আগুন নেভাতে আসা দমকলের গাড়ি লক্ষ্য করেও।

আরও পড়ুন :HS Result 2023: “DA আন্দোলনের প্রভাব পড়েনি, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ”

- Advertisement -

পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে পুলিশ। শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় এবং লাঠিচার্জ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছেন। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। রাস্তার পাশাপাশি, রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তিলজলার স্থানীয়রা। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদহের দক্ষিণ শাখার রেল চলাচল। অবরোধের কারণে প্রায় ২০টি রেল লাইনে দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন :Firhad Hakim on Recruitment Scam: উদয়নের পথেই ববি, ঘুরপথে মেনে নিলেন বাম আমলের ‘চিরকুট রহস্য’

আরও পড়ুন :Mamata Welcomes Draupadi: হলুদ পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রপতি মুর্মুকে অভ্যর্থনা মমতার

তিলজলায় (tiljala) শিশুকে যৌন নির্যাতনের পর খুনের ঘটনায় মূল অভিযুক্ত অলোক কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, সন্তান লাভের আশায় তান্ত্রিকের কথা শুনে ওই সাত বছরের শিশুকে খুন করেছেন নিঃসন্তান আলোক। সূত্রের খবর, পুলিশি জেরায় অভিযুক্ত নিজেই এই কথা জানিয়েছেন।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সাত বছরের মৃত শিশুকে স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করার পর তার হাত পা বেঁধে বস্তার ভিতর ফেলে রাখা হয়েছিল। মৃত শিশুর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, রবিবার সকালে শিশুটিকে ফ্ল্যাটের নীচে আবর্জনা ফেলার জন্য পাঠানো হয়েছিল। তার পর সে আর ঘরে ফেরেনি। অনুমান, উপরে ওঠার আগেই তাকে ঘরে টেনে নেন দোতলার ফ্ল্যাটের বাসিন্দা অলোক। তার পর ঘরের ভিতর তাঁর উপর নির্যাতন চালানো হয়।পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। রবিবার রাতেও তিলজলা থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা।