দাসপুর: পরকীয়া এখন ডালভাতের মতো। তবে তার জন্য ব্যাংক খোলা হল। শুনতে অবাক হলেও ঘটনাটি ঘটেছে বাংলায়। দাসপুর থানার শ্রীবরা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমনই ঘটনা ঘটেছে। ব্যাংকেরই এক প্রাক্তন কর্মী ও বর্তমান এক মহিলা কর্মী ছুটির দিনে পরকীয়া করার জন্য ব্যাংক খুলল। এমনি অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে খবর, ছুটির দিনে এলাকার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক খোলা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তারপরই হাতেনাতে ধরে ফেলেন ওই যুগলকে। ব্যাংকের বাইরের দরজায় তালা ঝুলিয়ে দেন এলাকাবাসী। এলাকাবাসীরা বলেন, ব্যাংকের ওই দুই কর্মীই বিবাহিত। দুজনেই এক সময় শ্রীবরাতে ছিলেন। কিন্তু ওনাদের সম্পর্ক নিয়ে বিতর্ক ওঠায় একজনকে ব্যাংক থেকে বদলি করে দেওয়া হয়।
উল্লেখ্য, আজ ছুটির দিনে ওই দুই কর্মী চুপিসারে সাড়ে ১১টা নাগাদ ব্যাংক খোলেন। বিষয়টিতে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ব্যাংকটির গেটে তালা লাগিয়ে পুলিশকে খবর দিয়েছেন। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, তারা আজ দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে।