খাসডেস্ক : স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন চলাকালিন নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি উন্মোচন করার কথা ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই মতো হলও তাই। মহালয়ার সকালে আরজি কর হাসপাতালে (R G KAR) জুবিলি বিল্ডিংয়ের সামনে উন্মোচিত হল নির্যাতিতা তরুণীর প্রতীকী মূর্তি। মূর্তি উন্মোচন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল পথনাটিকার।
আরও পড়ুন: সকাল সকাল দু:সংবাদ, পে লোডারে পিষে জীবন থামল ক্লাস নাইনের পড়ুয়ার, ভাঙচুর, উত্তেজনা
ফাইবার দিয়ে গড়া মূর্তিটির মুখ জুড়ে নিপাট এক যন্ত্রণার বহি:প্রকাশ। ৯ ই অগাস্ট হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে মিলেছিল এক তরুণী চিকিৎসকের দেহ। এরপর গড়িয়েছে অনেক জল। আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। টানা ৪২ দিন কর্মবিরতি চালানোর পর সম্প্রতি আবার কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। শুরু থেকে শেষ তাঁদের দাবির বিষয়বস্তু ছিল দুটি। এক নির্যাতিতা তরুণীর উপর হওয়া অত্যাচারীদের শাস্তি। চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা। সেইসঙ্গে জুড়েছে হাসপাতালে সিন্ডিকেট চালানোর মতো অনেক কিছু।
আরও পড়ুন: এনসিপি নেতাকে নেওয়ার উদ্দেশেই টেকঅফ করে কপ্টারটি, মাঝপথে পড়ল ভেঙে
বুধবার সকাল ১১টা নাগাদ মূর্তি উন্মোচিত হয়। ভাস্কর অসিত সাঁই বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের মূর্তিটি তৈরি করেছেন বলে জানা গিয়েছে। মূর্তিটি সঙ্গে আরজি করে (R G KAR)নির্যাতিতা তরুণী চিকিৎসকের মুখের কোন মিল নেই। উল্লেখ্য বুধবারও সকলে মিছিল রয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে যাতে ভাটা না পড়ে সে বিষয়ে সচেষ্ট প্রতিবাদে সামিল প্রতিটি পক্ষ।