পূর্ব মেদিনীপুর: ডিপার্টমেন্টাল স্টোরে সমস্ত ধরনের বিদেশি মদের বোতল বিক্রির ঘটনা এই রাজ্যে নতুন নয়। দেশের হায়দ্রাবাদ, মুম্বই, গুঁরগাও-এর অনেক ডিপার্টমেন্টাল স্টোরেই (Departmental Store) মদ বিক্রি হয়৷ এবার প্রশাসনিক ভবন ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে বিদেশি মদ। তাই বলে প্রশাসনিক ভবনে মদের কারবার কীভাবে কাম্য? এই ঘটনা নজরে আসতেই প্রশ্ন তুলেছে আমজনতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার দিঘা (Digha)-শঙ্করপুর (Shankarpur) উন্নয়ন পর্ষদের জাহাজবাড়ির ডিপার্টমেন্টাল স্টোরে (Departmental Store) এবার থেকে পাওয়া যাবে বিদেশি মদ। চাল, ডাল, মশলা, তেলের সঙ্গে মদের জোগানও এবার হাতের মুঠোয় রাখতে রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ। ডিপার্টমেন্টাল স্টোরগুলিকে সব ধরণের বিদেশি মদ বিক্রির ওপর সাপ্লিমেন্টারি লাইসেন্সও দেওয়া হয়েছে সরকার থেকে। ফলে সবটাই বৈধ।
প্রশাসনিক ভবনের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে বিষয়টি জানানোও হয়েছে ইতিমধ্যে। সেখানে সেভেন ডি শো, কফি হাউস ছাড়াও একটি ডিপার্টমেন্টাল স্টোর (Departmental Store) চালু করা হয়েছে। একটি নামি ব্র্যান্ডের বিদেশি মদের লোগো ও নাম-সহ সাইনবোর্ডও লাগানো হয়েছে সেখানে। এই ঘটনার পর সরকার বিরোধীরা আঙুল দেখিয়ে বলছেন, “এই হচ্ছে বাংলার হাল। প্রশাসনিক ভবনেও মদ বিক্রিতে ছাড়।”
এই ব্যাপারে পর্ষদ প্রশাসক তথা কাঁথির (Kanthi) মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেছেন, “লিজ চুক্তি হয়েছে ডিপার্টমেন্টাল স্টোর কর্তৃপক্ষের সঙ্গে। ডিপার্টমেন্টল স্টোরে (Departmental Store) মদ বিক্রিতে কোনও বাধা নেই। যে সাইনবোর্ডের নিয়ে অভিযোগ করা হয়েছে তাতে ‘মদ’ শব্দেরই উল্লেখ নেই।” তবে এই রকম একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।