কালনা: বর্তমানে প্লাস্টিক ব্যবহার নিষেধ। ফলে প্লাস্টিক বিহীন জিনিস ব্যবহারের ওপর মানুষ বেশি নজর দিচ্ছেন। তাই চলতি বছরে ‘রাখি বন্ধন’ উৎসবের আগেই পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) তৈরি হচ্ছে প্লাস্টিক বিহীন রাখি (Rakhi)। সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই রাখি, যার সুনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্য সহ দেশে-বিদেশেও।
কালনায় (Kalna) তৈরি রাখিগুলির মধ্যে রয়েছে ঘরোয়া এবং কৃষিজ ফসলের ছোঁয়া। সুতি, পাটের কাপড়, ধান, তুলসী ও বেলকাঠ দিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব রাখি (Rakhi)। এমনকি রাখিগুলিতে হাতে বাঁধার সুতোটিও তৈরী করা হয়েছে পাট দিয়ে। কলকাতা পুলিশের লোগো দেওয়া রাখিও তৈরি করেছে কালনার এই রাখি সংস্থাটি।
জানা গিয়েছে, ‘রাখি বন্ধন’ উৎসবের আগে প্রায় ২ লক্ষ রাখির অর্ডার মেলায় কালনার রাখি (Rakhi) শিল্পীরা চিন্তা মুক্ত হয়েছেন। আর এই কাজের জন্য কালনার বহু মহিলারাও রোজগারের পথ খুঁজে পেয়েছেন। চলতি বছরে কালনার (Kalna) রাখি শিল্পীরা রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের সংস্কৃতি দিবস পালনের জন্য ১ লক্ষ ৭০ হাজার এবং কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকেও ২০ হাজার রাখির অর্ডার পেয়েছেন। এই তথ্যই জানিয়েছেন কালনার রাখি সংস্থার সম্পাদক।
কালনার (Kalna) রাখি শিল্পীরা ধান, পাট, সুতির ও পাটের কাপড় ব্যবহার করে পরিবেশ বান্ধব রাখি যেমন বানিয়েছে। তেমনই, কলকাতা পুলিশের অর্ডার দেওয়া রাখিতে ‘কলকাতা পুলিশ ফোর্স’ লোগো দেওয়া রাখিও তৈরি করেছেন। প্রতি বছরের মতো এই বছরও লক্ষ লক্ষ রাখির অর্ডার পেয়ে বর্তমানে দিনরাত কাজে ব্যস্ত কালনার রাখি (Rakhi) সংস্থার রাখি শিল্পীরা।