শিলিগুড়ি: গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra) গণেশ পুজোই বিশেষভাবে খ্যাত। মহারাষ্ট্রের বিভিন্ন উৎসবগুলির মধ্যে গণেশ চতুর্থী এক অন্যতম উৎসব। যা দেখার জন্য দেশ-বিদেশ থেকে ভিড় জমায় মানুষেরা। ইতিমধ্যেই সেখানে গণেশ পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। তবে বাংলায়ও এবার পালন হবে মহারাষ্ট্রের মতোই গণেশ পুজো। কিন্তু কিভাবে বাংলা থেকে মহারাষ্ট্রের মতো গণেশ পুজোর দৃশ্য দেখতে পাওয়া যাবে?
জানা গিয়েছে, চলতি বছরে ৭ সেপ্টেম্বর পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে (Maharashtra) গণেশ উৎসব টানা ১০ দিন ধরে পালন করা হয়ে থাকে। বিশালাকার গণেশ মূর্তি স্থাপন করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেই মহারাষ্ট্রের একাধিক জায়গায় পালন করা হয়ে থাকে এই গণেশ চতুর্থী। যা গণেশোৎসব নামে পরিচিত মহারাষ্ট্রবাসীর কাছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি (Siliguri) শহরে বিগত বছরগুলিতে হাতে গোনা কয়েকটি পুজোই হত। তবে বর্তমানে সেখানে জাঁকজমকভাবে পালন করা হয়ে থাকে এই গণেশ চতুর্থী।
সূত্রের খবর, চলতি বছরে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহারাষ্ট্রের (Maharashtra) আদলে বিশালাকার গণেশ প্রতিমা। শিলিগুড়ির প্রধান নগর গণেশ পুজো কমিটির এই বছর চতুর্থ বর্ষপূর্তি। তাই শিলিগুড়ির (Siliguri) এই ক্লাবে এবার তৈরি হচ্ছে ৩০ ফুটের গণেশ মূর্তি। বাংলার শিল্পীরাই তৈরি করছে এই গণেশ মূর্তি। তবে এই বছর শুধু গণেশ মূর্তিই নয় এর সঙ্গে থাকছে আলোকসজ্জাতেও চমক।
পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, গণেশ পুজোর কয়েকদিন গরিব দুঃস্থদের সেবা প্রদান করা হবে। প্রতিদিন ভোগও দেওয়া হবে সাধারণ মানুষদের। এছাড়াও আরও কিছু কর্মসূচি করা হবে। ভিড় এড়ানোর জন্য পুলিশ প্রশাসনের সাহায্যও নেওয়া হবে। তাঁরা মনে করছেন যে, চলতি বছর তাঁদের পুজো রাজ্যবাসীর মন জয় করে নেবে। এই বিষয়ে ক্লাব সম্পাদক বলেছেন, “গত চার বছর ধরে আমরা গণেশ পুজো করে আসছি। এবার রাজ্যবাসীকেও একটু মহারাষ্ট্রের গণেশ পুজোর আনন্দ দিতে চাই। তাই এই বিশালাকার মূর্তি তৈরি করা হচ্ছে। ৬ সেপ্টেম্বর আমাদের পুজোর শুভ উদ্বোধন হবে।”
এই ক্লাবের পুজো কমিটি আরও জানিয়েছে, এ বছর তারা তাঁদের পুজোর বাজেট বাড়িয়ে মহারাষ্ট্রের (Maharashtra) মতো গণেশ পুজো করতে চলেছেন। তাই গত এক মাস ধরেই চলছে মূর্তি তৈরির কাজ। বাঁশের চাঙর লাগিয়ে কুমোরটুলির শিল্পীরাই বিশালাকার গণেশ মূর্তি গড়ছেন। তাই এই ক্লাব কমিটির সদস্যদের বিশ্বাস, এবার তাঁদের পুজো শিলিগুড়ির (Siliguri) বাকি সমস্ত পুজোকে ছাপিয়ে যাবে।