বারাসাত: সম্প্রতি ঘটে যাওয়া আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ সহ রাজ্য। আর এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। এবার এই নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু হল নয়া উদ্যোগ। বারাসাতের এসপি অফিসে ‘পিঙ্ক পেট্রোল’ (Pink Petrol) পুলিশের উদ্বোধন করল বারাসাত জেলার পুলিশ সুপার। মহিলা উইনার্স বাহিনী, ইবাইক-সহ টহলদারি চালাবে এই ‘পিঙ্ক পেট্রোল’।
জানা গিয়েছে, ‘পিঙ্ক পেট্রোল’ (Pink Petrol) কেবলমাত্র মহিলাদের সুরক্ষার মহিলা পুলিশ দ্বারা তৈরি এক সুরক্ষা বাহিনী। ৪০টি ইবাইক-সহ এটি চালু করা হলেও আপাতত ৪টি ইবাইক পেয়েছে বারাসাত উইনার্স বাহিনী। ইবাইকগুলি ব্যাটারিতে চালিত, যা সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব। এটি ৪০ কিমি ব্যাটারিতে চলতে পারবে। ৪টি ইবাইক, উইনার্স স্কুটি সহ পিঙ্ক পেট্রোল মহিলা সুরক্ষার কাজ শুরু করে শনিবার থেকেই। বিভিন্ন ঘটনায় সহজেই পৌঁছে যাবে এই উইনার্স ইবাইকগুলি।
শনিবার বারাসাতের এসপি অফিসে ‘পিঙ্ক পেট্রোল’ (Pink Petrol) পুলিশের উদ্বোধন করলেন বারাসাত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। উত্তর ২৪ পরগণার হাবরা (Habra), মধ্যমগ্রাম (Madhyamgram) এবং বারাসাতে (Barasat) নজরদারি চালাবে এই মহিলা বাহিনী। বারাসাত জেলার পুলিশ সুপার এইদিন ‘পিঙ্ক পেট্রোল’ উদ্বোধনের অনুষ্ঠানে বলেছেন, “নারী শক্তি অ্যাপে ১১২ ডায়াল তা পৌঁছে যায় কন্ট্রোল রুমে। এরপর মহিলা সংক্রান্ত কোনো ঘটনার সুরক্ষায় পৌঁছে যাবে ‘পিঙ্ক পেট্রোল’। আপাতত হাবরা বাজার, বারাসাত ও মধ্যমগ্রামের মধ্যে টহলদারি চালানো হবে।”