আলিপুরদুয়ার: আরজিকর আবহেই সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্তও শুরু করেছে তারা।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) ১ নম্বর ব্লক বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, গত শনিবার মানসিক ভারসাম্যহীন এক যুবতী পেটে ব্যাথায় আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা যুবতীর পরিবারকে জানায়, ওই যুবতী অন্তঃসত্ত্বা। এই কথা শোনার পরই তাঁকে জিজ্ঞাসাবাদ করে যুবতীর পরিবারের লোকেরা। তখনই যুবতী জানায়, প্রতিবেশী এক যুবক তাঁকে ধর্ষণ করেছে।
এরপরই রবিবার রাতে আলিপুরদুয়ার (Alipurduar) থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, ওই যুবতীর শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাঁকে কোচবিহারে (Cooch Behar) এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসারত। তবে গ্রেফতারের পর অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছে পুলিশ।