বোলপুর: আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে বিক্ষোভে সামিল গোটা দেশ। ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে সারা দেশে। আবারও এই রকমই এক ঘটনা ঘটল বীরভূমে (Birbhum)। ফাঁকা রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পর নির্যাতিতা আত্মহত্যারও চেষ্টা করেন। ঘটনার পর বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটে বীরভূম (Birbhum) জেলার বোলপুরের (Bolpur) একটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার স্থানীয় এক যুবক ফাঁকা রাস্তা থেকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে পরিত্যক্ত একটি গোয়াল ঘরে নিয়ে যায়। তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করেন। শুধু ধর্ষণই নয়, তাঁর ওপর চালানো হয় অকথ্য অত্যাচারও। এমনকি তাঁর যৌনাঙ্গে আগ্নেয়াস্ত্রও ঢুকিয়ে দেওয়া হয়। এমনটাই দাবি নির্যাতিতার। তারপর তাঁকে সেখানেই ফেলেই পালিয়ে যায় অভিযুক্ত।
এই ঘটনার পর নির্যাতিতা বাড়ি ফিরে গিয়ে অপমানে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতার স্বামী বলেছেন, “আমি কাজের সূত্রে চেন্নাইতে থাকি। আমার স্ত্রী সন্তানকে নিয়ে একা এখানে থাকেন। অভিযুক্ত বিগত কিছুদিন আগে থেকেই আমার স্ত্রীকে উত্যক্ত করত। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কেও যাওয়ার কথা বলত। রাজি না হওয়াতেই এমন ঘটনা ঘটিয়েছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন গ্রামের একটি টিউবওয়েলে জল নিতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। রাস্তা ফাঁকা থাকায় সেই সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবক প্রায়ই তাঁকে উত্যক্ত করতেন। এমনকি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দিতেন। গৃহবধূ তাতে রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণ করা হয়েছে।