সুমন পন্ডিত, ঝাড়গ্রাম :-রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার | আর এই রহস্যজনক মৃত্যুকে ঘিরেই চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে ঝাড়গ্রামের ভরতপুরে।অভিযুক্ত মৃতার বোন নুপুর মজুমদারকে আটক করেছে পুলিশ ।
বুধবার সকাল বেলা ভরতপুর এলাকার বাসিন্দা চন্দ্রা দাসকে বাড়ি থেকে বেরোতে না দেখে প্রতিবেশীরা খোঁজ-খবর নিতে যান তাঁর বাড়িতে।বাড়িতে গিয়ে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির সদর দরজা খোলা | সন্দেহ আরো বাড়তে থাকে তাঁদের মনে। এর পর তাঁরা ভিতরে গিয়ে দেখেন বৃদ্ধা চন্দ্রা দাস (৬০) অগ্নি দগ্ধ হয়ে মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন । মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনা স্থলে এলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।বেশ কিছুক্ষন পরে পুলিশ ও দমকল বাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃতার বোন নুপুর মজুমদারকে আটক করে ঝাড়গ্রাম থানায় নিয়ে যাওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য।
স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধার সাথে তাঁর বোনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সম্ভবত সেই কারনে দিদিকে পুড়িয়ে খুন করেছে মৃতার বোন | যদিও গায়ে আগুন লাগলেও বৃদ্ধা চন্দ্রা দাসের কোন আত্মচিৎকার শুনতে পাননি প্রতিবেশীরা। এমনকি দরজাও খোলা ছিল| আর এইখানেই রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা।