নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়াল খেজুরিতে। বৃহস্পতিবার সকালে খেজুরি বিধানসভা নাজিরবাজার এলাকায় বাড়ির কাছ থেকে ওই বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ওই যুবক সম্প্রতি বিজেপি যোগ দিয়েছিল, এমনটাই দাবি তাঁর পরিবারের। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই যুবককে পিটিয়ে খুন করেছে। যদিও তৃণমূলের দাবি, ভাগ-বাঁটোয়ারার জেরেই এই মৃত্যু।
শম্ভু বাড়ুই (৩০) নামে ওই বিজেপি কর্মী বুধবার রাতে বাড়ি থেকে বের হন। পরিবারের দাবি, তাঁকে কেউ বা কারা ফোন করে ডাকে। এরপরে শম্ভু বেরিয়ে যান। আর বাড়ি ফেরেননি ওই যুবক। বৃহস্পতিবার সকালে ভূপতিনগরের একটি এলাকায় ওই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই ওই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান হয়। মৃত শম্ভু বাড়ুইয়ের মা মহিলা মোর্চার নেত্রী ছিলেন।
এলাকার বিজেপি নেতা প্রশান্ত পণ্ডা বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে শম্ভু বাড়ুইকে খুন করেছে। মৃত যুবকের মা বিজেপি মহিলা মোর্চার সক্রিয় কর্মী ছিল। বিজেপি করার অপরাধে পিটিয়ে খুন করেছে। প্রকৃত তদন্তের দাবি জানাই। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। এলাকায় এক তৃণমূল নেতা বলেন, এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। পুলিশ তদন্ত করলেও প্রকৃত তথ্য প্রকাশ পাবে।