বারাসাত: কলকাতা পুরসভার ভোট মিটতেই রাজ্যের বাকি আসনে পুরভোটের প্রস্তুতি শুরু হয়েছে। পুরভোটের আগে অভিনব উদ্যোগ নিল রাজ্য বিজেপি। দলের ভিতরে বিশৃঙ্খলা ঠেকাতেই এই উদ্যোগের কথা ভেবেছে গেরুয়া শিবির। বারাসাতে বিজেপির কার্যালয়ে বসছে ড্রপ বক্স। বুধবার থেকেই বসানো হচ্ছে ড্রপ বক্স।
এদিন বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, ‘আজ থেকে জেলা বিজেপি কার্যালয়ে একটি ড্রপ বক্স রাখা থাকবে। বিজেপির অনুরাগী যারা প্রার্থী হতে চায় তাঁরা আবেদন পত্র ড্রপ বক্সে জমা দিতে পারে। দল সমস্ত আবেদনগুলিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে প্রার্থী বাছাই করবে। দায়িত্বশীল, জিততে পারবে এমন ব্যক্তিকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে দল। এই নতুন উদ্যোগের ফলে বিজেপির প্রতি সাধারণ মানুষের প্রতিক্রিয়া কীরূপ তা বোঝা যাবে। এর আগে কলকাতাতেও ড্রপ বক্স বসিয়েছিল বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: পরকীয়া: স্ত্রীয়ের প্রেমিককে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন, কবুল স্বামীর
গত বছর ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় পুর নির্বাচন হয়। পুরভোটে জয়ী হয় তৃণমূল। রাজ্যের বাকি আসনে পুরভোট হবে দু দফায়। তার আগে জিততে বিশেষ প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি।