
শিলিগুড়ি: বাংলার দুর্গা পুজো (durga puja) পেয়েছে হেরিটেজ তকমা। ইউনেস্কোর এই স্বীকৃতি পাওয়ার পর প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার অন্যরকম উদ্যোগ নিল শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের ৮ পর্বতারোহী (mount climber)। দুর্গা পুজোর হেরিটেজ তকমাকে স্মরণীয় করে রাখতে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৮ পর্বতারোহীর দলটি। ১ অক্টোবর শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে রওনা দেন তাঁরা।
শুরুতে কোন বাধা বিপত্তি না থাকলেও তৃতীয় দিন থেকে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। প্রবল ঝড়-বৃষ্টির মুখোমুখি হতে হয়। এর পরেও এগিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিছুটা সময় পার হতেই বাড়ে বিপত্তি। glaciar ব্লাস্ট করাতে কিছু নদী ও ঝোরা পার করা দুঃসাধ্য হয়ে ওঠে। এই দুর্যোগের পর নানা দেশের পর্বতারোহী তাঁদের সিদ্ধান্ত বদল করেন। মাঝ পথে যাত্রা বন্ধ রেখে নেমে যান নীচে। কিন্তু মনোবল হারাননি শিলিগুড়ির এই ৮ পর্বতারোহী। সমস্ত দুর্যোগ মাথায় নিয়ে দলের সকল সদস্যই এগিয়ে চলেন অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে।তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসে।
শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকার মানসিকতা ও কঠিন মনোভাব ৮ পর্বতারোহীকে (mount climber) পৌঁছে দিল অন্নপূর্ণা বেস ক্যাম্পে। ৬ অক্টোবর বিকেল ৫:০০ টায় বেস ক্যাম্পে পৌঁছান তাঁরা। ক্লাব সূত্রে জানা গিয়েছে দলের সকল সদস্য সুস্থ রয়েছেন। আগামী ১১ অক্টোবর সকাল ৯ টায় শিলিগুড়ি পৌঁছবেন দলের সকল সদস্য।