খাসডেস্ক : বুধবার আরজি করের (R G KAR) মর্গ কর্মী সন্তোষ মল্লিককে ডেকে পাঠাল সিবিআই। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ শেষে সেভাবে মুখ খুলতে চাননি সন্তোষ। পোস্টমর্টেমের সময় তিনি উপস্থিত ছিলেন না। টেবিল ওয়ার্কে ছিলেন। দাবি মর্গ কর্মীর।
আরও পড়ুন : ফের ফোরফ্রন্টে ‘কেষ্টা’, পার্টি অফিস থেকে সরল কোর কমিটির সদস্যদের ছবি
বুধবার ফের তরুণীব ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ডেকে পাঠায় সিবিআই। পরপর ৪ দিন একটানা তিনি সিবিআই এর জিজ্ঞাসাবাদের সম্মুখীন। বেশিরভাগ সময় ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন। রবিবার মুখ খুলেছিলেন আংশিক। সংবাদমাধ্যমের সামনে জানিয়ে ছিলেন ময়নাতদন্তের জন্য চাপ ছিল। কে বা কারা এই কাজ করল, স্বাভাবিকভাবে জানাননি কিছুই। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। আদালতের নির্দেশের বাইরে গিয়ে তড়িঘড়ি কেন ময়নাতদন্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
আরও পড়ুন : ভুগছিলেন ক্যানসারে, গ্রামের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল
আরজি কর (R G KAR) কাণ্ডে গ্রেফতার হয়েছেন একাধিক। কেউ দুর্নীতির অভিযোগে, কেউ ধর্ষণ ও খুনের অভিযোগে। সিবিআই যে তদন্তের গতি বাড়িয়েছে তা একপ্রকার নিশ্চিত। গত শুনানিতে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। রিপোর্ট দেখে উদ্বিগ্ন হয়েছিলেন বিচারপতি। ১ লা অক্টোবর রয়েছে শীর্ষ আদালতে পরবর্তী শুনানি। এই পরিস্থিতিতে সিবিআই সেদিন কি রিপোর্ট জমা দেন সেটাই এখন দেখার।