সার্কিট হাউজে জায়গা হল না মিঠুনের, বিতর্ক এড়ালেন অভিনেতা  

0
34
mithun chakraborty

মালদহ ঃ মালদহে ভোররাতে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। মালদহ-দক্ষিণ দিনাজপুরে কর্মসূচির উদ্দেশে আজ ভোরবেলা মালদহ টাউন স্টেশনে পদাতিক এক্সপ্রেসে এসে পৌঁছান মিঠুন।

ভোররাতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানানোর জন্য শয়ে শয়ে মানুষ মালদহ টাউন স্টেশনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির কর্মকর্তারা। ছিলেন উত্তর মালদহ বিজেপি সাংসদ খগেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলা বিজেপির নতুন পদাধিকারি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান প্রাক পুজো সন্মেলনে অংশগ্রহণ করবেন মিঠুন। এরপর পুজো উদ্বোধন করে মালদহে ফিরে আসবেন। সেখান থেকে যাবেন মালদহ জেলা কার্যালয়ে। তারপর রাতেই ফিরে যাবেন কলকাতায়।

- Advertisement -

অভিযোগ উঠছে,মিঠুনের (mithun chakraborty) সার্কিট হাউসে থাকার অনুমতি দেয়নি প্রশাসন। শুধু সার্কিট হাউসে নয়, বালুরঘাটের অন্য কোনও হোটেলেও শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর থাকার ব্যবস্থা করা যায়নি। সেই কারণেই মালদার একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রামের ব্যবস্থা করা হয় মিঠুন চক্রবর্তীর জন্য। সেখান থেকেই বালুরঘাটের উদ্দেশে রওনা দেন তিনি। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বালুরঘাট সার্কিট হাউসে সব ঘর বুকিং রয়েছে। কোনও ঘর ফাঁকা নেই। সেই কারণেই মিঠুন চক্রবর্তীর জন্য ঘর দেওয়া সম্ভব হয়নি।