
নদিয়া: পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ বাংলার শাসক দলের বিরুদ্ধে। ঘর পাচ্ছেন না গরীব মানুষ, পকেট ভরছে দলের নেতাদের, জেলায় জেলায় উঠছে এমনই অভিযোগ। এবার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
নদিয়ার বগুলাইতে একটি সভায় যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করে বলেন, “আদিবাসী এলাকা বা প্রত্যন্ত এলাকাগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে সাড়ে ১২ হাজার টাকা করে বাথরুমের জন্য বরাদ্দ হয়েছে। কিন্তু ঘর তো দূরের কথা তৃণমূলের নেতারা বাথরুম পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানির লাইন দিয়েছে তৃণমূলের নেতারা, এতো দেখছি জোমের রাজত্ব চলছে।” কটাক্ষ করে তিনি বলেন, “আর কত খাবেন এবার তো বমি হবে মামা!”
সাধারণ মানুষদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা যদি পঞ্চায়েতে ক্ষমতায় আসি তাহলে সব কাঁচা বাড়ি পাকা হবে। সবকিছু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েই হবে। এই পঞ্চায়েত নির্বাচনেই আমরা ক্ষমতায় আসবো।” তিনি আরও বলেন, “আমি ডায়লগ দিচ্ছি না আমি এসেছি আপনাদের প্রাপ্য বুঝিয়ে দিতে। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত ধৈর্য্য ধরুন। তারপরই দেখবেন তৃণমূলের কাটমানি খাওয়া নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয়।”
এদিন বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন: Awas Yojana-এ দুর্নীতির অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ CPIM-এর