
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ফের আক্রান্ত একাধিক বিজেপি (BJP) কর্মী। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার মুগবেড়িয়ার মাধাখালি বাজারে। পুলিশের সামনে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে৷
গেরুয়া শিবিরের অভিযোগ, ঘটনায় তিন জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। নিখোঁজ রয়েছেন এক বিজেপি কর্মী৷ আহত বিজেপি কর্মীদের স্থানীয় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনাস্থলে ছুটে আসে ভুপতিনগর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি মুগবেড়িয়া বাজারে একটি পথসভা আয়োজন করেন। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। সভা শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশের সামনে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
রক্তাক্ত জখম অবস্থায় ওই বিজেপি কর্মীদের উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। এক বিজেপি কর্মী নিখোঁজ রয়েছেন। এলাকার স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘‘পথসভা চলাকালীন তৃণমূলের হার্মাদরা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছেন৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷’’
এলাকার স্থানীয় তৃণমূল নেতা মানব পড়ুয়া বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে৷’’ ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিকের বক্তব্য, এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷