কালনা: স্কুল যাওয়ার পথে দুর্ঘটনা। এক ছাত্রীকে একাধিকবার ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁরই এক প্রতিবেশীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার (Kalna) পাটমহল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেনির ছাত্রী আরাধ্যা দাস। বুধবার স্কুলে যাওয়ার পথে তাঁকে আচমকাই দাঁড় করিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে তাঁরই এক প্রতিবেশী এক যুবক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ছাত্রী। তাঁর চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান কালনা হাসপাতালে। বর্তমানে আহত ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় আহত ছাত্রীর মাথায়, হাতে, মুখে আঘাত লাগে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দিন স্কুলে যাওয়ার পথে আরাধ্যার পথ আটকায় ওই প্রতিবেশী যুবক। তার হাতে ছিল ঘাস কাটার নিড়ানি। সেটা দিয়েই আচমকাই এলোপাথাড়ি কোপ মেরেছে ওই ছাত্রীকে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আহত ছাত্রীর বাবা। তাঁদের কোনো ভালো দেখতে পারেন না ধৃত ওই যুবক। রাগ থেকেই এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। এমনটাই দাবি আহত ছাত্রীর বাবার।