হাওড়া: আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বর্তমানে বিক্ষোভে সামিল গোটা দেশ। কিন্তু এই আবহেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার হাওড়ায় (Howrah) শ্লীলতাহানির শিকার হল এক কিশোরী। স্থানীয় থানার পুলিশ ঘটানাটি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার (Howrah) ১৫ বছর বয়সী ওই কিশোরী গত রবিবার এক জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানেই তাঁকে শ্লীলতাহানি করা হয়। শুধু তাই নয়, কিশোরীকে নেশা করিয়ে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়েছে। এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।
এই রকম একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এই অভিযোগের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতারও করেছে পুলিশ। আরজিকর কাণ্ডের আবহে বারবার নারী নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে।