খাসডেস্ক : শ্রীভূমির পুজো রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো নামেই পরিচিত। মঙ্গলবার শ্রীভূমিতে শারদ উৎসবের (durga festival) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে রাজ্যে উদ্বোধন হবে শারদ উৎসবের। তবে শ্রীভূমির পুজো উদ্বোধন হবে একদিন পর। অর্থাৎ মহালয়ার দিন।
আরও পড়ুন : সুপ্রিম নির্দেশের পরেও আদৌ কি রাজ্যের নজর ছিল নিরাপত্তায়, ১০ দফা দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা
গতবার মহালয়ার আগেই ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিতর্কের সূত্রপাত হয়। মাতৃপক্ষের আগে কি ভাবে উদ্বোধন, শাস্ত্রীয় বিধির প্রশ্ন তুলে সমালোচনা শুরু হয় দিকে দিকে। মনে করা হচ্ছে নিন্দুকদের মুখ বন্ধ রাখতেই মাতৃপক্ষের আগে আগাম পুজো উদ্বোধনী থেকে বিরত থাকলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : গ্যাংস্টার হওয়াই কি টার্গেট, দিল্লি গুলিকাণ্ডে দুষ্কৃতীরা পালানোর আগে ফেলে গেলেন পছন্দের বই
তবে শুধু শারদ উৎসবের (durga festival) উদ্বোধন নয়। দমকলমন্ত্রী সুজিত বসুকে পাশে নিয়ে তিনটি দমকল কেন্দ্র উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মমতা।