
মালদহঃ মালদহ জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড় (malda marathon)। প্রতিযোগিদের উৎসাহিত করতে আয়োজন করা হল বিভিন্ন অনুষ্ঠানের। ইংরেজবাজার থানার অন্তর্গত গৌড়ের লুকোচুরি এলাকায় অনুষ্ঠান মঞ্চ। জেলা ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করে ঐতিহাসিক ম্যারাথন দৌড়ে।
আরও পড়ুন :‘কুণাল ঘোষ, আপনার প্রাক্তন বন্দি’, প্রেসিডেন্সি জেলের সুপারকে উপহারে ‘বন্দির ডায়েরি’
মশাল হাতে দৌড়লেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (actor abir chatterjee)। এ কোন সিনেমার চিত্রনাত্র্য নয়। বাস্তবে দেখা গেল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে মশাল হাতে দৌড়তে। রবিবার মালদহ জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। প্রথমে ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরে দুটি পর্যায়ে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়। শেষে সর্বসাধারণের জন্য পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়। মশাল হাতে দৌড়ান আবির চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন :“বাম-বিজেপির গলাগলি”, অভিষেকের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা ‘ঘোমটা’ খুললেন মীনাক্ষী
আরও পড়ুন :শেষ মূহুর্তে সিদ্ধান্ত বদল, বিয়ে পিছোচ্ছে Sidharth-Kiaraর
ঐতিহাসিক নিদর্শন এবং জেলার আমের উন্নতির লক্ষ্যে জেলা পুলিশের (district police) উদ্যোগে এই প্রথম ঐতিহাসিক ম্যারাথন দৌড়ের (malda marathon) আয়োজন করা হয়। তিনটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অংশগ্রহণকারীদের আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ঐতিহাসিক ম্যারাথন দৌড়ে (marathon race)। উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদহ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন।