খাসডেস্ক: টালা থানার (TALA THANA) নতুন ওসি হলেন মলয় কুমার দত্ত। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ। অভিজিৎ মণ্ডলের (ABHIJIT MONDAL) অনুপস্থিতিতে টালা থানার অতিরিক্ত ওসি হিসেবে দায়িত্ব সামলাছিলেন মলয়। আদতে তিনি শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি হিসাবে কর্তব্যরত ছিলেন।
আরও পড়ুন : পুণ্যস্নানে গিয়ে তলিয়ে গেল ৪৬ জন, এদের মধ্যে ৩৭ জনই শিশু
আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে চর্চায় ছিল টালা থানা। তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও দেরিতে FIR দায়েরের অভিযোগ ওঠে। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: কেন এই হুমকি সংস্কৃতি, উদ্বিগ্ন কোর্ট চাইল হলফনামা
জানা যায় আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ ও টালা থানার (TALA THANA) প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের (ABHIJIT MONDAL) মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়। বেশ কয়েকটি ‘সন্দেহজনক’ মোবাইল নম্বরেও তাঁরা বার বার ফোন করে কথা বলেছেন বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থার। বুধবারই শিয়ালদহ আদালতে অভিজিৎকে পেশ করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে দাবি করে কিছু ভুয়ো নথি বানিয়ে টালা থানায় অদলবদল করা হয়েছে। পাশাপাশি টালা থানায় সেই সময় কী হয়েছিল, তা খতিয়ে দেখতে সিসি ক্যামেরার ফুটেজ-সহ ডিভিআর এবং হার্ড ডিস্কও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানায় সিবিআই।