মমতা যা পারেননি, শুভেন্দুকে সেটাই করে দেখাতে চান মদন মিত্র

0
34

কামারহাটি: নবান্ন অভিযানের সপ্তাহ পার৷ তবু পিছু ছাড়ছে না, ‘ডোন্ট টাচ মাই বডি’ সংলাপ! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তাঁরই একসময়ের সতীর্থ, তৃণমূলের ‘কালারফুল বয়’ মদন মিত্র (Madan Mitra)৷

সাংবাদিক সম্মেলনে অযাচিতভাবে শুভেন্দুর প্রসঙ্গ টেনে এনে মদন বলেন, ‘‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুড়ি ওড়ায় না! পুজো করে না! বিরিয়ানি খায় না!’’ এরপরই খানিক থেমে নিজস্ব স্টাইলে মুচকি হেসে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘ও (শুভেন্দু) যা করে, শুধু লুকিয়ে করে!’’ ‘সেটা কি’, তারও ব্যাখ্যা দিয়েছেন, ‘ কে কত সূরা পান করে তার হিসাব করে!’’ ভরা বৈঠকে এদিন রীতিমতো বাক্য-বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন মদন, ‘‘আমি শুভেন্দু অধিকারীর ডিএনএ টেস্ট করাব!’’

- Advertisement -

নিজের দাবির স্বপক্ষে শুভেন্দুর ‘ডোন্ট টাচ মাই বডি’ সংলাপের প্রসঙ্গ অবতারণা করে মদনের যুক্তি, ‘‘শুভেন্দুর ডিএনএ টেস্ট করাটা অত্যন্ত জরুরি৷ আমি দেখতে চাই ও পুরুষ না নারী! কেন ও মহিলা পুলিশের ছোঁয়া কে ভয় পাচ্ছে! শুভেন্দু কি চাইছে, কোনও পুলিশ (পড়ুন, পুরুষ) ওকে ধরবে! এসবের উত্তর জানতেই তো শুভেন্দু অধিকারী ডিনএনএ টেস্ট করব আমি।’’

একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে দলনেত্রীকে পরাজিত করেছিলেন শুভেন্দু৷ আজও শুভেন্দু ওই প্রসঙ্গ টেনে নেত্রীকে হারের খোঁচা দিয়ে থাকেন৷ ওই প্রসঙ্গেই এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতার উদ্দেশ্যে মদনের (Madan Mitra) ‘খোলা চ্যালেঞ্জ’, ‘‘নন্দীগ্রাম আর ভবানীপুর ছাড়া যেকোনও সিটে শুভেন্দুর বিরুদ্ধে আমি ভোটে লড়তে রাজি আছি। কাল ও পদত্যাগ করুক, আমিও বিধায়ক পদ থেকে পদত্যাগ করে আবার ওর বিরুদ্ধে ভোট লড়ব। আর জিতে দেখাব।’’ রসিকতার মোড়কে ছুঁড়ে দিয়েছেন টিপ্পনির শ্লেষ, ‘‘আমি ওকে বোমা মারব না! কারন ও মহিলা না পুরুষ, সেটাই তো জানা নেই। আমি মহিলাদের সন্মান করি, তাই শুভেন্দুর পরিচয় না জেনে বোমা মারব কি করে! আর শুভেন্দু আমাকে এক ভোটেও যদি হারাতে পারে আমি এক লক্ষ বিরিয়ানি অ্যাওয়ার্ড দেব।” মদনের প্রতিক্রিয়ার জবাবে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিরোধী দলনেতার৷

আরও পড়ুন: দিদির জমানা: চুরি করা মহাপূণ্য যদি না পড়ো ধরা

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor