খাসডেস্ক: সোমবার দুপুরে সার্ভে পার্কে টালা থানার (TALA THANA) প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে গেলেন লালবাজারের কর্তারা। এই উচ্চপদস্থ পুলিশের টিমে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সোলোমন নেশাকুমার, ডিসি এসএসডি বিদিশা কলিতা-সহ অন্যান্য আধিকারিকরা। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের পাশে দাঁড়াল কলকাতা পুলিশ।
আরও পড়ুন: ‘স্টেট স্পনসর্ড ক্রাইম’, দিল্লিতে সাংবাদিক বৈঠক চিকিৎসক মহলের
এদিকে সোমবার টালা থানার প্রাক্তন বড়বাবুর স্ত্রীকে তলব করে সিবিআই। এদিন তিনি বলেন, “আমাকে সিবিআই থেকে ফোন করে জানানো হয় আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আমার মনে হচ্ছে তদন্তটা অন্য দিকে চলে যাচ্ছে। আমার স্বামীও খুব কষ্ট করেছেন নির্যাতিতার বিচারের জন্য। আমরাও চাই। আমারও দু’টো মেয়ে আছে, আমি বুঝি। তার জন্য যা করার সবটাই করেছেন উনি। সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করেছেন। ওনার শরীর ভাল নেই। তারপরও উনি গিয়েছেন, হাজিরা দিয়েছেন। এরপর ওখান থেকে জানাল গ্রেফতার করেছে।”
আরও পড়ুন :ক্ষতিপূরণ নয় বিচার চাই, কর্মবিরতি নয় গাফিলতিতেই মৃত্যু, জানাল মৃত শিশুর পরিবার
জানা গিয়েছে টালা থানার (TALA THANA) প্রাক্তন ওসির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিল সিবিআই। তদন্তকারীরা আসলে জানতে চাইছেন ঘটনার পর অভিজিৎ বাড়িতে কিছু জানিয়েছিলেন কিনা। তাঁর স্ত্রী স্বামীর আচরনে কিছু অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছেন কিনা। তাঁকে দেখে স্ত্রী-র সন্দেহজনক কিছু মনে হয়েছে কিনা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।