
খাস ডেস্ক: কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। এবার দুর্নীতির বেনিয়মের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’এ। রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের টাকা ঢুকছে অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার।
আরও পড়ুন: মেয়ের বিরুদ্ধে বাবা-মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ, ডাস্টবিনে উদ্ধার দেহের টুকরো
দক্ষিণ ২৪ পরগনার অচিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রভাস দাস স্থানীয় প্রমিলা হাই স্কুলের অস্তম শ্রেণীর ছাত্র। তপশিলি জাতির অন্তর্ভুক্ত হওয়ায় স্টাইপেন্ডের টাকার জন্য উপপ্রধানের গ্রাহক পরিষেবা কেন্দ্রে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছিল। কয়েক দফায় স্কুল থেকে পাঠানো ২ হাজার টাকা জমা হয়। কিন্তু ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে জানতে পারে ছাত্রের অ্যাকাউন্টে মোট ১০ হাজার টাকা জমা পড়েছে। টাকা তুলতে গেলে ৮ হাজার টাকা দিতে হবে অচিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরী দুয়ারীকে, এই অভিযোগে শোরগোল পড়েছে।
প্রভাস দাসের ঠাকুমার দাবি তাঁর নাতির অ্যাকাউন্টে ১০ হাজার টাকা রয়েছে যার মধ্যে ২ হাজার টাকা স্টাইপেন্ডের। কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয় ৮ হাজার টাকা না দিলে কোনও টাকাই তোলা যাবে না। অতিরিক্ত ৮ হাজার টাকা কোথা থেকে এল বুঝতে পারছে না ছাত্রের পরিবার। তবে তাদের নাকি জানানো হয়েছে ওই টাকা লক্ষ্মীর ভাণ্ডারের। এই টাকা গৌরী দুয়ারীর হাতে তুলে না দিলে বাকি টাকাও পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিবারের তরফে অস্বীকার করা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: মহিলা কমিশনের প্রধানকে শ্লীলতাহানি, ১৫ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ গাড়িচালক