শ্যামল নন্দী, বারাসত: আরও এক অনন্য নজিরের সাক্ষী থাকল বাংলা। কুনামি হাঁসদা (Kunami Hansda) পুরুলিয়ার এক অনগ্রসর সম্প্রদায়ের মেয়ে। যে এবারেই মাধ্যমিক দিয়েছিল। ভাল ফল করার সুবাদে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে ডঃ বি. আর. আম্বেদকর মেধা পুরস্কারে পুরস্কৃত করা হল তাকে। আর গোটা বিষয়টির নেপথ্যে রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
আরও পড়ুনঃ Hathras Stampede: পদপিষ্ট হয়ে ১২১ জনের প্রাণহানির জন্য দায়ী কে, ধর্মপ্রাণ ‘ভোলেবাবা’-কে খুঁজছে পুলিশ
জানা যাচ্ছে, পুরুলিয়ার এক পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়ে কুনামি (Kunami Hansda) ভারত সেবাশ্রমের অন্তর্ভুক্ত মধ্যমগ্রাম প্রণবকন্যা আশ্রমে সন্ন্যাসিনীদের সান্নিধ্যে থেকে এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মধ্যমগ্রামের বিপিন বিহারী বিদ্যাপীঠ থেকে পরীক্ষা দেয় সে। খুব ভাল ফল করার সুবাদে গত ৩০ জুন ডঃ বি. আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়েছে তাঁকে। হুল দিবস উপলক্ষ্যে সন্দেশখালিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।
পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে ডঃ বি. আর. আম্বেদকর মেধা পুরস্কারের পাশাপাশি কুনামি (Kunami Hansda) আরও একটি পুরস্কার পেয়েছে বলে জানা গিয়েছে। তাকে এককালীন ৫,০০০ টাকার একটি ছাত্রীবৃত্তিও দেওয়া হয়েছে। যা স্বভাবতই অনুপ্রেরণা জোগাচ্ছে কুনামির মত আরও একাধিক অনগ্রসর সম্প্রদায়ের মেয়েকে।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
পাশাপাশি কুনামি (Kunami Hansda) মুখ উজ্জ্বল করেছে তার আবাসিক আশ্রম তথা গোটা ভারত সেবাশ্রম সঙ্ঘের। শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, কুনামি বরাবরই ভাল ছাত্রী। সে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতেই ধারাবাহিকভাবে ভাল ফল করে এসেছে। নানাবিধ সেবামূলক কর্মকাণ্ডের জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘের নাম অত্যন্ত সুপ্রসিদ্ধ। গরীব ছেলেমেয়ে পড়াশোনাই হোক, কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় আর্ত মানুষের পাশে দাঁড়ানো, সবেতেই একের পর এক নজির স্থাপন করে আসছে স্বামী প্রণবানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থাটি। কুনামির (Kunami Hansda) সাফল্য যে তাদের মুকুটে আরও একটি পালক যোগ করল, তা আর বলার অপেক্ষা রাখে না