ঋষিগোপাল মন্ডল, কালনাঃ ফের শুট আউটের ঘটনা।এবার মগরাহাটের পর কালনা ।সোমবার রাতে কালনায় শুট আউটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মিলন সিংহ ওরফে রাজা (৪৪)।তার বাড়ি হুগলির চুঁচুড়ায় ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,একটি চায়ের দোকানে কর্মরত রাজা। আনুমানিক রাত ১০ টায় দোকানেই ভাত খাচ্ছিলেন তিনি।সেইসময় সেখানে বাইকে করে আসে কয়েকজন দুষ্কৃতী। খুব কাছ থেকে তারা রাজাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। রাজার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ ও জিআরপি।
জানা গিয়েছে,কালনা স্টেশন সংলগ্ন ৪ নং প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে।সেই দোকানে রাজা গত দু-আড়াই মাস আগে কাজে যোগ দেয় ।ওই দোকানে সে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। এই খুনের পিছনে পারিবারিক শত্রুতা নাকি কর্মস্থলের শত্রুতা নাকি অন্য কোন কারণ রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যাতেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। সাত লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। বরাত জোরে বেঁচে যান ব্যবসায়ী।তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
যে ভাবে রাজ্যে দুষ্কৃতী তাণ্ডব ক্রমাগত বেড়ে চলেছে তা নিয়ে আতঙ্কে রয়েছে বাংলার আমজনতা।