খাসডেস্ক: মোট ৫ দফা দাবি নিয়ে রাজ্যের স্বাস্থ্যভবনের সামনে আন্দোলন শুরু করে ছিলেন জুনিয়র চিকিৎসকরা (JUNIOR DOCTORS)। প্রথম তিনটি দাবি মোটের উপর মিটলেও চতুর্থ ও পঞ্চম দাবিটি অতি গুরুত্বপূর্ণ অত্যন্ত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বিষয়ে। এবার এই দাবি দুটির উপর জোর দিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা চেয়ে জুনিয়র চিকিৎসকদের তরফে বুধবার সকালে মুখ্যসচিবের কাছে পাঠানো হল ইমেল। দাবি দুটিতে কী রয়েছে একবার দেখে নেওয়া প্রয়োজন। চতুর্থ দাবিটি হল রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পঞ্চম দাবিটি হল রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। অর্থাৎ থ্রেট কালচার উপড়ে ফেলা।
আরও পড়ুন : জল ছাড়ছে ডিভিসি, উৎসবের মুখে প্লাবনের আশঙ্কা বাংলায়
সোমবার কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সন্ধ্যে ৬ টা ৪২ মিনিট নাগাদ বৈঠক শুরু হলেও শেষপর্যন্ত রাত পৌনে ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোন চিকিৎসকরা। বৈঠক সদর্থক হয়েছে বলে জানান তাঁরা। অন্যদিকে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জানান, জুনিয়র চিকিৎসকদের ৯৯ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। চিকিৎসকদের দাবি মতোই মঙ্গলবার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয় কলকাতা সিপির পদ থেকে। শুধু তা-ই নয়, ডাক্তারদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও অপসারণ করা হয়েছে। এদিকে ওই দিনই আন্দোলনরত চিকিৎসকরা দফায় দফায় বৈঠক করেন তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে। গোটা রাজ্য তাকিয়ে ছিল চিকিৎসকরা তাঁদের আন্দোলন তুলছেন কিনা। জানা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে কর্মবিরতি তুলে দেওয়া নিয়ে ভিন্ন ভিন্ন মতামত উঠে আসে। তবে যতই মতামতের ভিন্নতা থাকুক না কেন, আন্দোলনের মাঝে ঐক্য অটুট রাখতে সহমত ছিলেন সকলেই।
আরও পড়ুন: ওরা কারা, সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজনদের উপস্থিতি, কোর্টে জানাল সিবিআই
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতি তুলতে নারাজ জুনিয়র ডাক্তারেরা (JUNIOR DOCTORS)। দাবি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তাঁরা। গতকাল অর্থাৎ মঙ্গলবার বৈঠক শেষে জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দেন, চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে আলোচনায় বসতে চান। সেইমতো বুধবার সকালে রাজ্যের মুখ্য সচিবের কাছে গেল ইমেল।