নদিয়া: বেআইনি বাড়ি নির্মাণ কাণ্ডে উঠে এসেছে একের পর এক রাজনৈতিক নেতার নাম। এবার সেখানেই নাম উঠল ইস্কনের এক সদস্যের। নকল জমির নথি বানিয়ে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই নবদ্বীপ (Nabadwip) থানার পুলিশ গ্রেফতার করেছে ISKCON-এর এই সদস্যকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেবায়িতদের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়াপুর এলাকায় জমির নকল কাগজপত্র তৈরি করে বেআইনিভাবে নির্মাণের কাজ করেছেন ISKCON-এর সদস্য প্রভু জগদ্ধাত্রী দাস। নদিয়ার (Nadia) বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই কারণে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নবদ্বীপ (Nabadwip) থানায়। গত বৃহস্পতিবার এই জমি সংক্রান্ত ব্যাপারেই কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাকে নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। তারপরে মধ্যরাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে খবর, লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করার সময় এই জগদ্ধাত্রী দায়িত্বে ছিলেন। ISKCON-এর জমি সংক্রান্ত যাবতীয় বিষয়ও দেখভালের দায়িত্বে থাকত এই ইস্কনের সদস্য। গ্রেফতার করার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রুজু করা হয়েছে। তবে, এই বিষয়ে অভিযুক্ত জগদ্ধাত্রীর পরিবার অভিযোগ করেছেন, পুলিশ জগদ্ধাত্রীকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠিয়াছিল। কিন্তু তারপর তাকে আটকে রেখে হয়রানি করেছেন পুলিশ (Police)।
অভিযুক্তের পরিবারের দাবি, জগদ্ধাত্রীকে গ্রেফতারের পর নবদ্বীপ থানার পুলিশ পরিবারের কারোর সঙ্গে কোনও রকম দেখা বা কথা বলতে দেয়নি। তবে মধ্য রাতে দেখা করতে দেওয়া হয় শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গে। শুক্রবার জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল নবদ্বীপ (Nabadwip) আদালতে। সুদর্শন মন্দিরের এক সেবাইত বলেন, “জগদ্ধাত্রী প্রভু মায়াপুরেই (Mayapur) থাকেন। তিনি ধর্ম রক্ষার জন্য বিভিন্ন ধর্মীয় কাজ করে থাকেন। তাকে রাস্তা থেকে পুলিশ তুলে এনেছে শুনলাম। পরে গ্রেফতারও করেছে।”