ঋষিগোপাল মণ্ডল, পূর্ব বর্ধমান: আই.এস.কে.এফ (I.S.K.F) ওপেন ইন্টারন্যাশনাল শটো কাপ ২০২৪ অনুষ্ঠিত হল দিঘায়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২১ থেকে ২৩ জুন পর্যন্ত। সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলেন আই.এস.কে.এফ ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় নজিরবিহীন সাফল্য অর্জন করেন মঙ্গলকোটের সিভিক ভলেন্টিয়ার্স (Civic Volunteers)।
আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে (International Karate Championship) উপস্থিত ছিলেন আই.এস.কে.এফ-এর চিফ ইন্সট্রাক্টর এবং প্রেসিডেন্ট শেখ লালু। চিফ গেস্ট ইন্সপেক্টর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা (Srilanka), বাংলাদেশ (Bangladesh), নেপাল (Nepal), ভুটান (Bhutan) থাইল্যান্ড (Thailand), মালয়েশিয়ার (Malaysia) আধিকারিকেরা। তিনদিন ব্যাপী এই সমগ্র অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশের ২০০-র বেশি ছাত্র-ছাত্রী ছিলেন।
এছাড়াও ভারতবর্ষের (India) বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলা থেকেও অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার দাঁইহাট ও নতুনহাট মিলিয়ে মোট ১১ জন ছাত্রছাত্রী এই ওপেন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। মোট ১০ টি গোল্ড, ৯টি সিলভার ও ১০ টি ব্রোঞ্জ দলগতভাবে অর্জন করে। এদের মধ্যে নজিরবিহীন সাফল্য অর্জন করেন মঙ্গলকোটের সিভিক ভলেন্টিয়ার্স ত্রিদিপ পাল। তিনি কুমিতে বিভাগে গোল্ড, টিমকাতা বিভাগে গোল্ড, এবং কাতা বিভাগে সিলভার অর্জন করে।
এই ওপেন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মাথরুন শতভিষা পাবলিক স্কুলের ছাত্র দেবাংশু ঘোষ কুমিতে বিভাগে সিলভার, কাতা বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন। এই সফলতার জন্য মঙ্গলকোটের নতুনহাট মিলন পাঠাগারের পক্ষ থেকে তাঁকে শুক্রবার বিশেষ সম্মান জানানো হয়। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বলেন, “ত্রিদিপের এই সফলতায় আমরা গর্বিত। ওর যে কোন সুবিধা অসুবিধাতে আমরা পাশে থাকব। তার সফলতায় খুশির হাওয়া সমগ্র মঙ্গলকোট ব্লক জুড়ে।”