পশুপতি দাস, বসিরহাট: কোটা আন্দোলন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের জেরে বিগত কয়েকদিন ধরে উত্তাল ছিল বাংলাদেশ (Bangladesh)। আর এই পরিস্থিতিতে বহু বাংলাদেশি অবৈধভাবে (Illegal) ভারতে ঢুকে পড়ার ঘটনাও ঘটে চলেছে। এরকমই এক ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ তারালি সীমান্তে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফরা (Border Security Force) আটক করেন এক মহিলা সহ ২ বাংলাদেশিকে।
ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর (Swarupnagar) থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে। বাংলাদেশিদের অবৈধ (Illegal) অনুপ্রবেশ আটকনো যায় ১৪৩ নম্বর সীমান্ত রক্ষীর বাহিনীর জওয়ানদের প্রচেষ্টায়। ধৃতদের কাছ থেকে মেলেনি বৈধ কোনো তথ্য। ফলে ৩ জন বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানায় পাঠানো হয়।
পুলিশ সূত্রে জনা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) উত্তাল পরিস্থিতির জেরেই ভারতে অনুপ্রবেশ করতে চেয়েছিল ধৃতরা। সীমান্তে বৈধ তথ্য দেখাতে না পারায় বিএসএফ (Border Security Force) জওয়ানরা আটক করেন এই ৩ বাংলাদেশিকে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। ধৃত এক মহিলা সহ ২ বাংলাদেশিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় বিএসএফরা (Border Security Force) আটক করেছিলেন ৩ বাংলাদেশিকে। ধৃতদের কাছ থেকে মিলেছিল ভুয়ো আধার কার্ড (Aadhaar Card)। বাংলাদেশিদের এই অনুপ্রবেশ ঘিরে প্রশ্ন উঠছে সীমান্তে নিরাপত্তা নিয়ে। বিএসএফদের কড়া নজরদারির মধ্যে কীভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে?