নদিয়া: সারা ভারতে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করা হলেও পশ্চিমবঙ্গের (West Bengal) একটি গ্রামে স্বাধীনতা দিবস পালন করা হয় ১৮ অগস্ট। অতীতে এক ঘটনার জেরেই এই গ্রামটির স্বাধীনতা দিবস (Independence Day) অন্যদিন পালন করা হয়ে থাকে। নদিয়া জেলার এই গ্রামটিতে ১৮ অগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করে থাকেন বিএসএফ (Border Security Force) সহ এলাকাবাসীরা।
জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চূর্ণী নদীর তীরে অবস্থিত ‘শিবনিবাস’ (Shibnibash) গ্রাম। নদিয়া জেলার অন্তর্গত এই গ্রামটির নাম শুনলেই মনে হয় যেন এখানে স্বয়ং শিব বসবাস করেন। তবে এই ভাবনা কাল্পনিক হলেও সত্যি। শিবনিবাস গ্রামের একাংশ জুড়েই রয়েছে শিবের নানা গল্প কথা। এটি সমগ্র ভারতের মধ্যে সেই গ্রাম যেখানে ১৫ আগস্টের পরিবর্তে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস (Independence Day) পালন করা হয়ে থাকে।
১৯৪৭ সালের ৩০ জুন। সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন স্যর র্যাডক্লিফ। সেই সময় তৈরি হয়েছিল ‘বাউন্ডারি কমিশন’। যার লক্ষ্য ছিল ‘নতুন মানচিত্র’ তৈরি করা। র্যাডক্লিফের আমলে দেশ ভাগাভাগির সময় তাঁর ঘটেছিল এক ভুল। তিনি বর্ডার হিসাবে সে সময় যা নির্ধারিত করেছিলেন, তাতে নদিয়া (Nadia) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বেশ কিছু অংশ পড়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অধীনে। আর অন্যদিকে এদিকে যশোর আর খুলনা রয়ে গিয়েছিল ভারতে।
এই ঘটনায় সেই সময় তোলপাড় শুরু হয়ে যায়। খবর পৌঁছায় ভাইসরয় মাউন্টব্যাটেনের কাছে। তিনি নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব এই ‘ভুল’ শোধরাতে হবে। এরপরই ১৯৪৭ সালের ১৭ অগস্ট সমগ্র ভারতে রেডিয়োতে ঘোষণা করা হয়, ‘শিবনিবাস’ (Shibnibash) গ্রামটি ভারতের। তাই ১৮ অগস্ট নদিয়া জেলার সদর কৃষ্ণনগরে ভারতের পতাকা উত্তোলন করা হয় পাকিস্তানি পতাকা সরিয়ে। এই ঘটনার পর থেকেই ১৮ অগস্ট ‘শিবনিবাস’ গ্রামে পালন করা হয় স্বাধীনতা দিবস (Independence Day)।
শিবনিবাস গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে অনুমতি পত্র নিয়েই প্রতি বছর ১৮ অগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেন ‘শিবনিবাস’ (Shibnibash) গ্রামবাসীরা। এই গ্রামটি যেহেতু সীমান্ত সংলগ্ন একটি গ্রাম তাই বিএসএফের (Border Security Force) জওয়ানরাও আসেন এই দিন স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন করতে। নাচগান, চূর্ণী নদীতে বাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়ে থাকে।