কোচবিহার: স্কুলে দুই দ্বাদশ শ্রেনির ছাত্রীদের অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল স্কুল কমিটির সভাপতির ওপর। ঘটনাটি ঘটে কোচবিহারের (Cooch Behar) রাজারহাট উচ্চ বিদ্যালয়ে একটি স্কুলে। সমস্ত ঘটনাটি জানার পর ছাত্রীদের পাশে দাঁড়ায় ওই স্কুলেরই শিক্ষিকমণ্ডলীর একাংশ। স্থানীয় থানায় অভিযোগ জানায় দুই ছাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত স্কুল ছাত্রী সহ অভিভাবকদের মধ্যেই।
স্কুল শিক্ষক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই স্কুলের দুই দ্বাদশ শ্রেনির ছাত্রীকে উত্যক্ত করত স্কুল কমিটির সভাপতি অনুতোষ রায়। এমনকি ফোনে অশালীন ম্যাসাজও পাঠাতো তাঁদের। সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে ন্যায়বিচারের প্রতিবাদে স্কুল ছাত্রীদের নিয়ে এক মিছিলের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। আর সেই মিছিলেই কান্নায় ভেঙে পড়ে ওই দুই ছাত্রী। এরপর শিক্ষিকারা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা সম্পূর্ণ ঘটনাটি জানায় তাদের।
এই বিষয়ে স্কুলের শিক্ষিকারা একত্রিত হয়ে ওই ছাত্রীদের পাশে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে হেনস্থা সহ্য করার পরে অবশেষে গত বৃহস্পতিবার স্থানীয় থানায় গিয়ে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই দুই ছাত্রী। এই বিষয়ে এক শিক্ষিকাও জানিয়েছেন, স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে আগে কোনো অভিযোগ শোনেনি তাঁরা। তবে এই ঘটনার পর অনেক ছাত্রীই ওই ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ করে। এমনকি প্রাক্তন ছাত্রীরাও একই অভিযোগ জানিয়েছেন।