
বহরমপুর: বহরমপুরে ছাত্রী খুনের মামলায় জনপ্রিয় অনলাইন সংস্থার কর্তাকে তলব। মুর্শিদাবাদের বহরমপুরে নিহত ছাত্রী সুতপা চৌধুরী খুনের মামলা (sutapa chowdhury murder case)। এবার সেই মামলায় আদালতে তলব করা হল ওই সংস্থাটির নোডাল অফিসার রবি কুমারকে।
আরও পড়ুন :হাঁটু জল ভেঙে সাইকেল কাঁধে নিয়ে নদী পার, বর্ষায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যাত্রাপথ
চলতি বছরে মুর্শিদাবাদের বহরমপুরে মেস বাড়ির সামনে খুন হন সুতপা চৌধুরী (sutapa chowdhury murder case)। খুনের নেপথ্যে উঠে আসে প্রেমের সম্পর্কে টানাপোড়েন। গ্রেফতার হন সুতপার প্রেমিক সুশান্ত চৌধুরী। প্রেমিকাকে খুনের কথা প্রকাশ্যে তিনি স্বীকার করে নেন। খুনের মাত্র ২ মাসের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ। বহরমপুর আদালতে ৩৮৩ পাতার চার্জশিট জমা পড়ে। অভিযুক্ত সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে খুন ও আগ্নেয়াস্ত্র রাখার ধারায় মামলা রয়েছে। আগামী ৩ রা জানুয়ারি সুতপা হত্যা মামলার শুনানি। ওই দিন তলব করা হয়েছে রবিকে। তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই জনপ্রিয় সংস্থাটি র আঞ্চলিক সদর দফতর বেঙ্গালুরু। সেখান থেকেই বহরমপুর আদালতে সাক্ষ্য দিতে আসতে হবে নোডাল অফিসারকে।
আরও পড়ুন :ঘুরপথে রাজ্যের বালি চুরি, আইন অমান্য আন্দোলনে নামছে বিজেপি
আরও পড়ুন :বিয়ের মরশুমে বাড়ল সোনার দাম
ওই অনলাইন সংস্থাটির মাধ্যমে একটি খেলনা বন্দুক কিনেছিলেন সুতপা খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সুতপা চৌধুরীকে খুনের সময় (sutapa chowdhury murder case) সুশান্ত সেই বন্দুক দেখিয়ে স্থানীয়দের ভয় দেখান। সুতপাকে খুন করে পালিয়ে যান। সুশান্তকে গ্রেফতারের পর ওই খেলনা বন্দুকটি বাজেয়াপ্ত করে পুলিশ। সম্প্রতি বহরমপুর আদালতে সরকারের পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘বন্দুকটি যে তাঁদের সংস্থা থেকেই কেনা সেটা নিশ্চিত করতেই ওই ই কমার্স সংস্থাটির কর্তাকে বিচারকের সামনে হাজির হতে হবে।’’