খাস ডেস্ক: খাস কলকাতায় ফের মারধর-লুঠপাট। আর এই মারধর-লুঠপাটের অভিযোগ উঠল খোদ সিভিক ভলান্টিয়ার এবং ট্রাফিক পুলিশের এক গাড়িচালকের বিরুদ্ধে। অর্থাৎ বেশ কয়েকটি ক্ষেত্রে রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, তার প্রমাণ মিলল আরও একবার। কিন্তু রেহাই মেলেনি, অবশেষে গ্রেফতার ওই দুইজন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মঙ্গলবার রাতে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট ক্রসিংয়ের কাছে স্ট্র্যান্ড রোডে পণ্যবাহী গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন ওই গাড়ির চালক। অভিযোগ, সেই সময় লাল রঙের একটি গাড়িতে করে দুজন আসেন আর চালকের গাড়ির সামনে দাঁড়ায়। এরপরেই ওই দুই অভিযুক্ত চালকের ওপর হামলা চালায়। পাশাপাশি মানিব্যাগ, প্যান কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়ে তাদের গাড়িতে করেই পালিয়ে যায়।
আরও পড়ুন-প্রয়াত সঙ্গীতশিল্পী গোরা সর্বাধিকারী, শোকের ছায়া সঙ্গীত মহলে
রাতেই এই ঘটনার পরই ওই চালক বড়বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর নাম ২৪ বছর বয়সী রাজাকুমার দাস। তিনি একটি বোলেরো পিক-আপ পণ্যবাহী যানের চালক। এরপর ওই চালকের অভিযোগের ভিত্তিতেই তদন্তের নামে বড়বাজার থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জামির মণ্ডল, চুক্তিভিত্তিক চালক। সে হুগলির বড়ুয়ানপাড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম শেখ আকবর। সে এন্টালি থানার অন্তর্গত বিবিবাগান লেনের বাসিন্দা। উল্লেখ্য, এর আগে মালদহেও পুলিশের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই রকম ঘটনা ঘটল।