কলকাতা: সোমবার থেকে কমেছে বৃষ্টির দাপট৷ কিন্তু সোম ও মঙ্গলবার কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে৷ বুধবার সকাল থেকে একই অবস্থা৷ কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ বুধবার ছয় জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
সেই সঙ্গে বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সপ্তাহন্তে ও পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।