বারাসত: রাজ্যের সর্বত্রই ছড়িয়েছে করোনার প্রকোপ। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা তার আগের দিনের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে। এরপরেও হুশ নেই বেশ কিছু মানুষের। করোনা রুখতে রাজ্যে আংশিক লকডাউন জারি হওয়ার পরও বিনা মাস্কেই করোনা বিধি শিকেয় তুলে চলছে রাস্তায় ঘোরাঘুরি। এই অবস্থায় সাধারণ মানুষকে সচেতন করতে বারাসতের রাস্তায় নামল পুলিশ। প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
বুধবার সকাল থেকেই বারাসাতের গুরুত্বপূর্ণ বাজার কাছারির মাঠ সংলগ্ন সবজি ও মাছের বাজারে অভিযান চালায় পুলিশ। মাইকে করে করোনার সতর্কবার্তা প্রচার করা হয়। প্রশাসনের তরফে মাস্ক বিলি করা হয়। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার দোকান করার কথা বলা হয়। আগামী দিনেও এই অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।
এদিন কয়েকজনকে মাস্ক ছাড়াই বেপরোয়াভাবে রাস্তায় ঘুরতে দেখ যায়। পুলিশ তাদের আটক করতে গেলে এক এক জনের এক এক অজুহাত বেরিয়ে আসে। কেউ বলে, ‘বাড়ি সামনেই তাই মাস্ক পড়া হয়নি।’ আবার কারও অজুহাত, ‘টাকা নিয়ে মাস্ক কিনতেই বেরিয়েছি, কিনে নিয়েই পড়ব।’ যদিও কারোর কথাকেই গুরুত্ব দেয়নি পুলিশ। আজ সকালের অভিযানেই মাস্ক না পড়ার অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলকেই পুলিশের গাড়িতে থানায় নিয়ে যাওয়া হয়েছে।