সুজিত ভট্টাচার্য্য, কাঁকসা: স্ত্রী জড়িয়েছে পরকীয়া সম্পর্কে৷ সেই সম্পর্কের কথা জানতে পারে স্বামী৷ রাগে স্ত্রীকে খুনের চেষ্টা করেন স্বামী৷ ঘটনার পর নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায়৷ তদন্তে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বামীর নাম সুমন্ত লোহার৷ গত বুধবার সন্ধ্যায় ঘরে ঢুকে বউকে অন্য যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় ওই ব্যক্তি৷ এরপরই ওই স্ত্রীর প্রেমিককে ধরতে যায় স্বামী৷ সেই সময় পালিয়ে যায় ওই যুবক৷ রাগের বসে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় সুমন্ত৷
অভিযোগ, রাগে স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন যাওয়ায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় সুমন্ত৷ এরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাড়ির সদস্যরা রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে স্ত্রী।
অন্যদিকে, ঘটনার পর থেকে পলাতক ছিল স্বামী সুমন্ত৷ একদিন নিরুদ্দেশ থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে কাঁকসা থানায় গিয়ে নিজেই স্ত্রী-কে খুনের চেষ্টার কথা স্বীকার করে আত্মসমর্পন করে সুমন্ত লোহার। গ্রেফতার করে তাকে৷ ধৃত স্বামী সুমন্ত লোহারকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।