পূর্ব মেদিনীপুর: স্ত্রীর সঙ্গে বচসার জেরে আত্মঘাতী স্বামী। বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে না পারায় এই সিদ্ধান্ত স্বামীর। এমনটাই অনুমান স্থানীয় বাসিন্দা সহ পুলিশেরও। আচমকা এইরকম একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ভূপতিনগর থানার নাজিরবাজারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শম্ভু ভূঁইয়া, বয়স ৪৫। তিনি পেশায় এক গাড়ি চালক। তাঁর বাড়ি ভূপতিনগর থানার মধুসূদনচক গ্রামে। তবে পারিবারিক অশান্তির জেরে গ্রামের বাড়ি ছেড়ে ভূপতিনগরে নাজিরবাজারে ভাড়া বাড়িতে থাকত ওই দম্পতি।
স্থানীয়রা জানিয়েছে, গত ১৫ দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়েছিল তাঁর। আর এর জেরেই শম্ভুর স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার শ্বশুরবাড়ির দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি তাঁর। অবশেষে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে না পারায় গত রবিবার রাতে ওই ভাড়াবাড়িতেই আত্মঘাতী হন তিনি।
জানা গিয়েছে, সোমবার সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় তা দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরই তিনি তড়িঘড়ি ভূপতিনগর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য পাঠায় কাঁথি (Kanthi) মহাকুমা হাসপাতালে।
ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মসি উদ্দিন এই ঘটনার পর বলেছেন, “মৃতদেহটি উদ্ধার করে কাঁথি (kanthi) মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”