হাওড়া: সপ্তাহান্তে ছুটি পেলেই ভ্রমণ প্রেমীরা ব্যাগ গুছিয়ে চলে যান দিঘা৷ এখন তো দিঘায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস৷ জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ তা উপেক্ষা করেই জলোচ্ছ্বাস উপভোগ করতে চলে যাচ্ছেন৷ যদিও প্রায় সারা বছরই সমুদ্র সৈকতে ভিড় লেগে থাকে৷ এবার বদল হল দিঘা যাওয়ার একাধিক ট্রেনের সময়সূচি৷
একনজরে দেখে নিন হাওড়া থেকে দিঘাগামী ট্রেনের নতুন সময়সূচি:
12857 হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস শুক্রবার (২ অগাস্ট) ৬.৪৫ ঘন্টার পরিবর্তে ১০.৩০ টায় হাওড়া থেকে ছেড়ে যাবে।
12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১০.৩৫ ঘন্টার পরিবর্তে ১৪.২০ টায় দিঘা থেকে ছাড়বে।
2021 হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস দেরিতে আসার কারণে হাওড়া থেকে ৯ টায় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
22897 হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস ২ অগাস্ট ১৪.২৫ ঘন্টার পরিবর্তে ১৮.১০ -এ হাওড়া থেকে ছাড়বে৷
অন্যদিকে, কলকাতা স্টেশন থেকে দিঘায় একটি বিশেষ ট্রেন চালু করেছে পূর্ব রেল৷ কলকাতা স্টেশন থেকে দিঘা এবং দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত এই ট্রেন চালু করা হচ্ছে৷ 03161 কলকাতা-দিঘা স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে।