বসিরহাট: আরজিকর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বর্তমানে বিক্ষোভে সামিল গোটা দেশ। এরমধ্যেই এবার এক হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে ঘটল ধুন্ধুমার কাণ্ড। হাসপাতালে ঢুকে এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর করার অভিযোগ উঠল মৃত রোগীর পরিজন এবং প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা হাসপাতাল চত্বরে। খবর দেওয়া হলে স্থানীয় থানায়। এমনকি ব্যাপক ধুন্ধুমার কাণ্ড নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনীও।
ঘটনাটি ঘটেছে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Basirhat Super-Speciality Hospital)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকোলবেরিয়া গ্রামের বাসিন্দা বছর ৩৫–এর এক ব্যক্তি হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। আচমকা শুক্রবার সকালে তাঁর মৃত্যু হলে হাসপাতালে ঢুকে হামলা চালায় মৃতের পরিজনেরা।
মৃতের পরিজন এবং প্রতিবেশীদের দাবি চিকিৎসকদের গাফিলতিতেই তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। আর তাদের এই ভাবনার জন্যই এবার চড়াও হয়ে হাসপাতাল ভাঙচুর চালায়। হাসপাতালে থাকা এমার্জেন্সি ওয়ার্ডের কম্পিউটারও ভেঙে দেয় তারা। এমনকি হাসপাতালের কর্মীদের মারধরও করে মৃত রোগীর পরিজনেরা।
হাসপাতাল সূত্রে খবর, রোগীর মৃত্যুর পরই তাঁর প্রতিবেশী ও পরিজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় ৩০ মিনিটের মধ্যে মৃতদেহ তাদের হাতে তুলে দিতে। কিন্তু তা না হওয়ায় ৩ ঘণ্টা পর মৃতদেহ রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আর তারপরই বেশ কয়েকজন মিলে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনায় আহত হয় প্রায় ১০ জন হাসপাতালের কর্মীসহ এমার্জেন্সিতে থাকা রোগীরাও।