দক্ষিণ ২৪ পরগণা: বিভিন্ন হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে বর্তমানে দালালি চক্র বেড়েই চলেছে। আর এই ঘটনার জেরেই নাজেহাল হয়ে পড়ছেন রোগীদের পরিজনেরা। কখনও কোনো কাজ করে দেওয়ার জন্য রোগীর পরিজনদের থেকে টাকা চাওয়া হচ্ছে। কখনও আবার হাসপাতাল থেকেই বলে দেওয়া হচ্ছে কোন দোকান থেকে ওষুধ কিনলে তা ভালও হবে। সেক্ষেত্রে অন্য কোনো দোকান থেকে ওষুধ কিনলে তা খারাপও বলা হচ্ছে। এই রকমই এক ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি কাকদ্বীপ (Kakdwip) সুপার স্পেশ্যালিটি হাসপাতালের। দীর্ঘদিন এই দালালিচক্র দেখার পর এক ফিজিওথেরাপিস্ট হাতেনাতে এক দালালকে ধরে হাসপাতালের ভিতর থেকেই। আর তারপরই গোটা ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন তিনি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি খাস খবর ডিজিটাল।
অন্য দোকান থেকে কেনা কোনো মেডিক্যাল সরঞ্জাম ভালো নয়, তা বদল করে নিয়ে আসতে বলেছেন ডাক্তার। এই রকম কথাই দালালেরা বলছেন রোগীদের পরিজনদের। আর এই ক্ষেত্রে ডাক্তারদের লিখে দেওয়া দোকান থেকেই ওষুধ কিনতে হবে, এরকম কথাও বলেন দালালেরা। এমনটাই দাবি করেছেন ওই ফিজিওথেরাপিস্ট।
কীভাবে ডাক্তারদের নাম করে দালালেরা ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। তবে এই ঘটনা সামনে আসতেই ওই হাসপাতালের সুপার জানিয়েছেন, দালালদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে তিনি আরও বলেছেন, “নিরাপত্তারক্ষীদের বলে দেওয়া হয়েছে, বাইরের কোনও লোক যেন হাসপাতালের ভিতরে ঢুকে ব্যবসা করতে না পারে।”