হুগলি: সম্প্রতি রেলের বেশ কিছু দুর্ঘটনা সাধারণ মানুষকে ভীত করে দিয়েছে। আর এর মাঝেই এবার ধসে পড়ল রেল লাইনের পাশের মাটি। ভারী বৃষ্টিতে গত বৃহস্পতিবার ধস নামে হাওড়া-বর্ধমান (Howrah-Bardhaman) মেন লাইনে। যার জেরে বেশ কিছুক্ষনের জন্য বিঘ্নিত হয় রেল পরিষেবা। এতেও কী তবে রেলের পর্যবেক্ষনের গাফিলতি? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।
রেল সূত্রে খবর, বৃহস্পতিবার টানা বৃষ্টিতে ধস নামে হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া (Chuchura) ও চন্দননগরের (Chandannagar) মাঝে এক এলাকায় লাইনের পাশে। দেবীপুরে আপ লাইনের কাছেই ধসে গিয়েছে মাটি। রেললাইনের পাশে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায় ধসের কারণে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেলকর্মীরা। ওই লাইনের পাশে একটি পুকুর রয়েছে। এরপরও বেশি বৃষ্টি হলে কোনো বড়ো দুর্ঘটনাও ঘটতে পারে বলেই অনুমান, স্থানীয় বাসিন্দাদের।
রেলের যাত্রী সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিতে আচমকা মাটি ধসে যাওয়ায় গত বৃহস্পতিবার চুঁচুড়া (Chuchura) স্টেশনের আগে হোম সিগন্যালে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেসকে (Doon Express)। রাত প্রায় ৯টা ৪৫ থেকে ১০টা ১৭ পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। তারপর রেলকর্মীরা ধসে যাওয়া লাইনটি রক্ষণাবেক্ষণ করার পর ফিট সার্টিফিকেট দেওয়ার পরই ট্রেনটি ফের ছাড়া হয়।
রেল সূত্রে আরো জানা গিয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে রেলের ইঞ্জিনিয়াররা। গত বৃহস্পতিবারের ধসের জন্য শুক্রবার সকালেও বেশ কিছু সময় হুল এক্সপ্রেসকে (Hool Express) দাঁড় করিয়ে রাখা হয় চন্দননগর (Chandannagar) স্টেশনে। বর্তমানে ওই লাইন দিয়ে আপ ট্রেন ধীর গতিতেই যাতায়াত করছে। ফের বৃষ্টি হলে আরো মাটি ধসে গেলে রেল লাইন বসে যেতে পারে। আর এত রেল দুর্ঘটনার পরে যাতে নতুন করে কোনো বিপত্তি না ঘটে। রেলকর্মীরা আপাতত তাই নজরেই রেখেছেন জায়গাটি।