কলকাতা: টানা কয়েকদিনের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে একাধিক জেলা। শুক্রবার সকাল থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা গিয়েছে। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অক্টোবর মাসের প্রথম থেকেই ফের বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কলকাতার (Kolkata) আকাশে রোদের দেখা মিললেও মাঝে মধ্যেই বৃষ্টি হত দেখা গিয়েছে। তবে এইদিন দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আপাতত চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong) এবং আলিপুরদুয়ারে (Alipurduar) থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ (Malda), উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে (Uttar & Dakshin Dinajpur) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে পুজোয় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় পড়েছে বঙ্গবাসী।