কলকাতা: পুজোর আগে একের পর এক নিম্নচাপের জেরে নাজেহাল বঙ্গবাসী। তারমধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে বিভিন্ন ব্যারেজগুলির ছাড়া জল। বন্যাপ্লাবিত এলাকাগুলির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে ফের নিম্নচাপ। গত বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
গত বুধবার থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গেরও অধিকাংশ জেলায় হয়ে চলেছে বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে একাধিক জেলা। বৃহস্পতিবারও সকাল থেকে একই পরিস্থিতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃগস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া (Purulia), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), বীরভূম (Birbhum) এবং মুর্শিদাবাদে (Murshidabad)। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এমনটাই দাবি আবহাওয়া অফিসের।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), উত্তর দিনাজপুর (Uttar Dinajpur), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) এবং দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur)-ও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদরা জানিয়েছে, ভারী বৃষ্টির জেরে বাড়তে পারে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় ধস নামারও সম্ভাবনা দেখা দিয়েছে। এরকম পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।