কলকাতা: শনিবার গণেশ চতুর্থীর দিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকার আকাশ পরিষ্কার থাকলেও মাঝে মধ্যেই দেখা মিলেছে মেঘের। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। তাই আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও আগামী সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া সূত্রে খবর, শনিবার এবং আগামী রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাড়বে তাপমাত্রা। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে, তবে তার গতিবেগ খুব কম। এই নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসার পর আগামী সোম এবং মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। হাওড়া (Howrah), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (Purba & Paschim Medinipur) এবং ঝাড়গ্রামে (Jhargram) আগামী সোমবার হতে পারে ভারী বৃষ্টি। তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী সোম ও মঙ্গলবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়ি (Jalpaiguri)-তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।