কলকাতা: গত কয়েকদিন আগে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার জেরে বর্তমানে জলমগ্ন রয়েছে কলকাতা (kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। আবহাওয়ার পরিবর্তন ঘটলেও স্বাভাবিক হয়নি সমস্ত জেলা। এই আবহেই ফের নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর। ফলে পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে অক্টোবর মাসের প্রথম দিকেই থাকছে নিম্নচাপের আশঙ্কা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এবং আগামী শনিবার দক্ষিণবঙ্গের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (Purba & Paschim Medinipur) এবং ঝাড়গ্রামে (Jhargram)। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া (Bakura), পূর্ব ও পশ্চিম বর্ধমান (Purba & Paschim Bardhaman) জেলাতেও আগামী সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনটাই দাবি আবহাওয়াবিদদের।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও গরম এবং অস্বস্তি বাড়তে পারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এইদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।