কলকাতা: আকাশে মেঘের দেখা মিললেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে প্রখর রোদ। তবে এই মেঘ রোদের মাঝেও কমছে না ভ্যাপসা গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দেখা যাচ্ছে একই অবস্থা। তবে মেঘ রোদের এই লুকোচুরি খেলার মধ্যে দেখা মিলেছে বিক্ষিপ্ত বৃষ্টিরও। সপ্তাহের শেষে উত্তর এবং দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের আকাশের রয়েছে মেঘের ছটা। কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিরও দেখা মিলেছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে (North & South 24 Parganas)। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman), নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad) এবং বীরভূমে (Birbhum)ও। তবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার (Alipurduar) ও উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলাতেও। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ৩৪ ডিগ্রি। তবে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।